রোববার চীনে ১০২জন কোভিড-১৯ রোগী শনাক্ত; বিদেশফেরত ৬৫
2021-12-20 18:58:27

 

ডিসেম্বর ২০: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ (সোমবার) জানিয়েছে, রোববার চীনের মূল ভূভাগে নতুন করে ১০২জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে বিদেশফেরত ৬৫জন।

নতুন শনাক্ত রোগীর মধ্যে শাংহাইয়ে ১৬জন, কুয়াংসিতে ১৪জন, কুয়াংতুংয়ে ৮জন, ইনার মঙ্গোলিয়ায় ৭জন, কানসুতে ৭জন, বেইজিংয়ে ৩জন, চ্যচিয়াং ২জন, ইয়ুননানে ২জন, থিয়ানচিনে ১জন, লিয়াও নিংয়ে ১জন, চিয়াং সুতে ১জন, হুনানে ১জন, সিছুয়ানে ১জন এবং শান’সিতে ১জন রয়েছেন। এ সময়ে কেউ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা যায়নি বা নতুন কোনও সন্দেহভাজন রোগীও পাওয়া যায়নি।

এদিকে, শনিবার চীনে ৫১জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এবং চিকিত্সা-পর্যবেক্ষণের আওতামুক্ত হয়েছেন ১৮৩৭জন।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)