নভেম্বর পর্যন্ত চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর নিট মুনাফা ১.৭৫ ট্রিলিয়ন ইউয়ান
2021-12-19 17:58:04

নভেম্বর পর্যন্ত চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর নিট মুনাফা ১.৭৫ ট্রিলিয়ন ইউয়ান_fororder_QQ图片20211219175725

ডিসেম্বর ১৯: চলতি বছর চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর তিন বছর সংস্কারের সাফল্য প্রকাশ করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তন এবং পরিকল্পনা ফলপ্রসূ হয়েছে। উল্লেখ্য, গত নভেম্বর মাস পর্যন্ত চীনের কেন্দ্রীয় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর নিট মুনাফা ছিল ১.৭৫ ট্রিলিয়ন ইউয়ান।

গতকাল (শুক্রবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের জাতীয় সম্পদ কমিশনের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে জাতীয় সম্পদ কমিশনের চীনা কমিউনিস্ট পার্টি- সিপিসি কমিটির সম্পাদক ও পরিচালক হাও ফেং বলেন, চীনের কেন্দ্রীয় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যাপক প্রবৃদ্ধির মাধ্যমে চীনের জিডিপি ও মাথাপিছু জিডিপি বেড়েছে।

গত এগারো মাসে পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল, ইস্পাত ও কয়লা প্রতিষ্ঠানগুলোর মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)