হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সপ্তম আইন প্রণয়ন কমিটির নির্বাচন শুরু
2021-12-19 17:16:56

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সপ্তম আইন প্রণয়ন কমিটির নির্বাচন শুরু_fororder_src=http___n.sinaimg.cn_sinakd20211219s_222_w640h382_20211219_c95c-46c9bd9c70560d1940270f27546368c9&refer=http___n.sinaimg

ডিসেম্বর ১৯: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সপ্তম আইন প্রণয়ন কমিটি নির্বাচনের ভোটগ্রহণ আজ (রোববার) সকাল সাড়ে ৮টায় শুরু হয়েছে। নির্বাচনী ব্যবস্থা সুসম্পন্ন হওয়ার পর হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে অনুষ্ঠিত প্রথম আইন প্রণয়ন কমিটির নির্বাচন এটি।

যদিও এদিন হংকংয়ে বেশ ঠাণ্ডা পড়েছিল, তবুও উত্সাহের সঙ্গে ভোট দেন স্থানীয়রা। সাড়ে ৮টার আগে হংকংয়ের ভোটকেন্দ্রের বাইরে অনেক মানুষকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নির্বাচনী কেন্দ্রের দরজার সামনে মাস্ক পরা কর্মী ও স্বেচ্ছাসেবকরা সেবা দিয়েছেন। লাইন দীর্ঘ হলেও সবাই সুশৃঙ্খলভাবে ভোট দেন।

চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির সংশোধিত ‘গণপ্রজাতন্ত্রী চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মৌলিক আইনের পরিশিষ্ট ২-এ ‘হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইন প্রণয়ন কমিটির গঠন ও ভোটদানের পদ্ধতি’ এবং ‘হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সংশ্লিষ্ট নিয়ম’ অনুসারে নতুন প্রজন্মের আইন প্রণয়ন কমিটির ৯০জন সদস্যকে নির্বাচন করা হবে।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান ক্যারি লাম ৯টায় নির্বাচনী কেন্দ্রে নিজের ভোট সম্পন্ন করেন। ক্যারি লাম সাংবাদিকদের বলেন, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নির্বাচনী ব্যবস্থা উন্নত হওয়ার পর এটিই প্রথম নির্বাচন। এর গুরুত্ব অনেক বেশি। তিনি আশা করেন, সব ভোটাররা উত্সাহের সঙ্গে ভোট দেবেন।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)