‘সংস্কৃতির সম্পর্কোন্নয়ন’ নিয়ে দু’তীরের থিংক ট্যাংকের যৌথ আলোচনা
2021-12-19 17:17:32

 

ডিসেম্বর ১৯: গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত তাইওয়ান প্রণালীর দু’তীরের থিংক ট্যাংক ত্রয়োদশ ফোরাম চীনের ফুচিয়ান প্রদেশের ফু চৌ শহরে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সংস্কৃতির সম্পর্কোন্নয়নের মাধ্যমে থিংক ট্যাংককে এগিয়ে নেওয়া’। প্রণালীর দু’তীরের বিশেষজ্ঞ, পণ্ডিত এবং বিভিন্ন মহলের শতাধিক অতিথি অনলাইন ও অফলাইনের মাধ্যমে এই ফোরামে অংশ নেন।

এবারের ফোরামে মূল অনুষ্ঠানের পাশাপাশি অনেকগুলো ছোট ইভেন্ট আয়োজন করা হয়। এতে দু’তীরের থিংক ট্যাংকের সাংস্কৃতিক বিনিময়, শিল্পের সম্পর্কোন্নয়ন, দু’তীরের যুবকদের ঐতিহ্যবাহী সংস্কৃতি, গ্রামীণ পুনরুজ্জীবন কৌশল-সহ বিভিন্ন আলোচ্য বিষয়ে ব্যাপক মতবিনিময় হয়।

তাইওয়ান সান ওয়েন স্কুলের প্রধান চাং ইয়া চুং এক ভিডিও বক্তৃতায় বলেন, তাঁর স্কুল চীনা জাতির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ইতিহাসের ক্লাসের মাধ্যমে অনেক চেষ্টা করেছে। তিনি আশা করেন- এসব ক্লাসের মাধ্যমে তাওয়ানের তরুণ-তরুণীরা চীনা সংস্কৃতি ও ইতিহাস সঠিকভাবে জানতে পারবে।

তাইওয়ানের চীনা সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিউ ই বলেন, বর্তমান সাংস্কৃতিক বিনিময় ও শিল্প খাতের সম্পর্কোন্নয়নের মাধ্যমে দু’তীরের জনগণ মানসিক অবস্থা জোরদার হয়েছে। এটি দু’তীরের শান্তি ও ঐক্যের এক শ্রেষ্ঠ ভিত্তি বলেও জানান তিনি।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)