চীনে জাতীয় গ্রিনহাউজ গ্যাস পর্যবেক্ষণ নেটওয়ার্ক প্রতিষ্ঠিত
2021-12-18 19:38:54

চীনে জাতীয় গ্রিনহাউজ গ্যাস পর্যবেক্ষণ নেটওয়ার্ক প্রতিষ্ঠিত_fororder_微信图片_20211218191604

ডিসেম্বর ১৮: চীনের আবহাওয়া প্রশাসন আজ (শনিবার) চীনে ‘প্রথম জাতীয় গ্রিনহাউজ গ্যাস পর্যবেক্ষণ নেটওয়ার্ক ডিরেক্টরি’ প্রকাশ করেছে। প্রায় ৪০ বছর পর্যবেক্ষণের পর চীনে প্রথম গ্রিনহাউজ গ্যাস পর্যবেক্ষণ নেটওয়ার্ক প্রতিষ্ঠা হলো।

 

বিশ্বে গ্রিনহাউজ গ্যাস পর্যবেক্ষণকারী দেশগুলোর মধ্যে অন্যতম চীন। ১৯৮২ সালে আবহাওয়া বিভাগ বেইজিংয়ে গ্রিনহাউজ গ্যাস  পর্যবেক্ষণে অনুসন্ধানকাজ শুরু করে। ১৯৯৪ সালে ছিংহাই-তিব্বত মালভূমিতে ৩৮১৬ মিটার উচ্চতায় ‘ছিংহাই ওয়ালিকুয়ান’ নামে বায়ুমণ্ডলীয় স্টেশন স্থাপন করা হয়; যা ইউরেশিয়ায় একমাত্র বৈশ্বিক বায়ুমণ্ডলীয় স্টেশন। স্থল আবহাওয়া পর্যবেক্ষণ নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে স্থিতিশীলভাবে কাজ করছে। এটি আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃতি পেয়েছে। এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বিশেষ কমিটির পর্যালোচনা রিপোর্ট এবং ‘জাতিসংঘের জলবায়ু পরিবর্তন অবকাঠামো কনভেনশনসহ’ সংস্থার গুরুত্বপূর্ণ বিষয়।

(ওয়াং হাইমান/তৌহিদ/স্বর্ণা)