চীন ও রাশিয়ার উচিত আঞ্চলিক ও বিশ্বের নিরাপত্তায় অবদান রাখা: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2021-12-18 17:43:21

 

ডিসেম্বর ১৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, চীন ও রাশিয়ার উচিত দু’দেশের শীর্ষনেতৃবৃন্দের মতৈক্য কাজে লাগিয়ে আঞ্চলিক ও বিশ্বের নিরাপত্তায় যৌথ অবদান রাখা।

 

গত ১৫ ডিসেম্বর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভিডিও বৈঠক অনুষ্ঠিত হয়। নেতাদ্বয় আঞ্চলিক নিরাপত্তাসহ দু’দেশের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেছেন। এতে নতুন গুরুত্বপূর্ণ মতৈক্য অর্জিত হয়েছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, চীন মনে করে বর্তমান বিশ্বের মহামারী, বিশাল পরিবর্তনশীল পরিস্থিতি এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক জটিল পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে চীন ও রাশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বিভিন্ন দেশের উন্নয়ন এগিয়ে নেওয়ার দায়িত্ব রয়েছে। এ সম্পর্কে তিনি বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে কিছু দেশ নতুন সামরিক গোষ্ঠী তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় আঞ্চলিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং বিশ্বের কৌশলগত স্থিতিশীলতার ওপর গুরুতর হুমকি সৃষ্টি হয়েছে। এর দৃঢ় বিরোধিতা করে চীন ও রাশিয়া।

(ওয়াং হাইমান/তৌহিদ/স্বর্ণা)