চীন-বাংলাদেশ বন্ধুত্বের মাধ্যমে অংশীদারিত্বের উজ্জ্বল ভবিষ্যত গঠন সম্ভব: সিবিএফসিএলের ওয়েবিনার
2021-12-18 18:03:38

 

চীন-বাংলাদেশ বন্ধুত্বের মাধ্যমে অংশীদারিত্বের উজ্জ্বল ভবিষ্যত গঠন সম্ভব: সিবিএফসিএলের ওয়েবিনার_fororder_5555555555

ডিসেম্বর ১৮: বাংলাদেশের উন্নয়নে চীন সবচেয়ে বড় অংশীদার এবং দুই দেশের বন্ধুত্বের মাধ্যমে অংশীদারিত্বের উজ্জ্বল  ভবিষ্যত গঠন সম্ভব। এমন বক্তব্যই উঠে এসেছে শনিবার চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার লিমিটেড আয়োজিত ওয়েবিনারে।

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ‘গোল্ডেন জুবিলি অব দ্য ভিক্টরি ডে অব বাংলাদেশ অ্যান্ড চায়না ইজ দ্য ডেভেলপিং পার্টনার অব বাংলাদেশ শীর্ষক ওই ওয়েবিনারের আয়োজন করে সিবিএফসিএল।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

ওয়েবিনারে সভাপতিত্ব করেন সিবিএফসিএলের সিনিয়র ভাইস চেয়ার পারসন কুয়ো ফেই লিন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফখরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে মূল পেপার পাঠ করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল এইচ এম জি আজম। আরও বক্তব্য রাখেন এম এস সিদ্দিকী, গোলাম মোস্তফা, গোলাম সারোয়ার মিলন, চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট  খ ছাংলিয়াং, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হংকংয়ের জেনারেল সেক্রেটারি আশফাকুর রহমান পলাশ প্রমুখ।

শান্তা মারিয়া