চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিকোলাস বার্নসের মনোনয়ন মার্কিন সিনেটে অনুমোদিত
2021-12-17 15:44:06

ডিসেম্বর ১৭: চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিকোলাস বার্নসের মনোনয়ন অনুমোদন করেছে মার্কিন সিনেট।  গতকাল (বৃহস্পতিবার) সিনেটে তাঁর মনোনয়নের পক্ষে ৭৫টি ও বিপক্ষে ১৮টি ভোট পড়ে।

নিকোলাস বার্নস একজন অভিজ্ঞ কূটনীতিক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ৬৫ বছর বয়সি বার্নস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অফ গভর্নমেন্টের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক হিসেবে কাজ করেন। এর আগে তিনি ২৭ বছর কূটনীতিক হিসেবে কাজ করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের আগস্টে প্রেসিডেন্ট জো বাইডেন তাকে চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। (শিশির/আলিম/রুবি)