আবারও ‘এক-চীননীতি’-তে অবিচল থাকার কথা বললেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট
2021-12-17 18:41:38

ডিসেম্বর ১৭: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, তার দেশ ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে। তিনি ক্রোয়েশিয়ায় চীনের রাষ্ট্রদূত ছি ছিয়েনচিনের পরিচয়পত্র গ্রহণকালে এ কথা বলেন।

তিনি বলেন, ক্রোয়েশিয়া চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার অধিকারকে সম্মান করে এবং চীনের সাথে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক আদান-প্রদান ও বাস্তব সহযোগিতা আরও জোরদার করতে চায়।

মিলানোভিচ আরও বলেন, তিনি ক্রোয়েশিয়া-চীন সম্পর্কের উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেন এবং দুই দেশের মধ্যে বাস্তব সহযোগিতায় অর্জিত সাফল্যে সন্তুষ্ট। তিনি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সম্পূর্ণ সাফল্য কামনাও করেন।

এসময় ছি ছিয়েনচিন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ক্রোয়েশিয়ার সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক দ্রুত উন্নত হয়েছে। চীন ক্রোয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও উন্নত  এবং দু’দেশের জনগণের মৈত্রী আরও জোরদার করতে ইচ্ছুক। (লিলি/আলিম/শুয়ে)