হংকং ইস্যুতে ব্রিটিশ সরকারের মন্তব্যের কোনো তাত্পর্য নেই: চীনা মুখপাত্র
2021-12-16 13:49:37

ডিসেম্বর ১৬: হংকং ইস্যুতে ব্রিটিশ সরকারের কোনো মন্তব্যেরই কোনো তাত্পর্য নেই। সম্প্রতি হংকং নিয়ে ব্রিটেনের অর্ধ-বার্ষিক প্রতিবেদন প্রকাশ প্রসঙ্গে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান।

গতকাল (বুধবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ব্রিটেন ফিবছর তথাকথিত এ প্রতিবেদন রচনা করে এবং চীনের মুখে না-হক কালিমা লেপনের অপচেষ্টা চালায়। চীন এর তীব্র প্রতিবাদ জানায়।

মুখপাত্র বলেন, হংকংয়ের রাষ্ট্রীয় নিরাপত্তা আইন চালুর পর থেকে চীনের এই বিশেষ অঞ্চলে দাঙ্গাহাঙ্গামা বন্ধ হয়েছে এবং সেখানকার বাসিন্দারা শান্তিপূর্ণ জীবন যাপন করছেন।

মুখপাত্র আরও বলেন, চীনের জাতীয় সংবিধান ও হংকংয়ের মৌলিক আইন অনুসারে অঞ্চলটি পরিচালিত হয়। হংকং চীনের অধীনে ফিরে আসার পর, চীন-ব্রিটিশ যৌথ ঘোষণারও আর কোনো প্র্রাসঙ্গিকতা নেই; হংকংকে পর্যবেক্ষণ করা বা শাসনের কোনো অধিকারও ব্রিটেনের নেই। তারপরও প্রতিবছর ব্রিটিশ সরকার হংকং নিয়ে অর্ধ-বার্ষিক প্রতিবেদন রচনা করে আসছে যা, চীনের সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল।

মুখপাত্র চাও লি চিয়ান বলেন, ব্রিটেনের মানবাধিকার রেকর্ড তেমন একটা সুবিধার নয়। ব্রিটেন বিগত কয়েক শত বছরে বিশ্বের বিভিন্ন দেশে নানান অপরাধ করেছে; সেসব দেশে জাতিগত বৈষম্য, হিংসা আর ঘৃণা ছড়িয়েছে। ব্রিটেনের অভিবাসনকেন্দ্রের বর্তমান পরিবেশও খুবই খারাপ। সেখানে অভিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সবার জানা। এ অবস্থায় ব্রিটেনের উচিত অন্য দেশের সমালোচনা করার আগে আয়নায় নিজের মুখ দেখা। (সুবর্ণা/আলিম/রুবি)