ক্যামেরুনে চীনের ঐতিহ্যবাহী চিকিত্সাব্যবস্থার প্রথম প্রশিক্ষণ কোর্স চালু
2021-12-16 15:02:19

ডিসেম্বর ১৬: গতকাল (বুধবার) ক্যামেরুনে চীনের ঐতিহ্যবাহী চিকিত্সাব্যবস্থার প্রথম প্রশিক্ষণ কোর্স চালু হয়। চীনের শানসি-র একটি চিকিত্সকদল দেশটির রাজধানীর নারী ও শিশু হাসপাতালে এ কোর্স চালু করে। দেশটির বিভিন্ন হাসপাতালের প্রায় ৫০ জন চিকিত্সাকর্মী এতে অংশ নিচ্ছেন।

চীনা চিকিত্সকদলের প্রধান বলেছেন, চীনের ঐতিহ্যবাহী চিকিত্সাব্যবস্থার সুদীর্ঘ ইতিহাস আছে। এটা চীনা জাতির কয়েক হাজার বছরের ঐতিহ্যবাহী বুদ্ধির নিদর্শন এবং সারা বিশ্বে এর স্বীকৃতি দিন দিন বাড়ছে।

তিনি আরও বলেন, এ প্রশিক্ষণের লক্ষ্য হলো স্থানীয় জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করা, আরও বেশি মানুষের কাছে চীনের ঐতিহ্যবাহী চিকিত্সাব্যবস্থা পৌঁছে দেওয়া, এবং চীন-ক্যামেরুন মৈত্রী গভীরতর করা। (প্রেমা/আলিম/রুবি)