সরকার মহামারী মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবে: জার্মানির নতুন চ্যান্সেলর
2021-12-16 15:04:57

ডিসেম্বর ১৬: জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ সলজ বলেছেন, তাঁর সরকার মহামারী মোকাবিলায় যথাসাধ্য প্রচেষ্টা চালাবে। তিনি গতকাল (বুধবার) দায়িত্ব গ্রহণের পর প্রকাশিত প্রথম সরকারি প্রতিবেদনে এ কথা বলেন। প্রতিবেদনে তিনি জনগণকে টিকাগ্রহণের ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বানও জানান।

প্রতিবেদনে তিনি বলেন, নতুন সরকার ২০৩০ সালের মধ্যে  পরিবেশবান্ধব বিদ্যুতের উত্পাদন বর্তমানের ৬৫ শতাংশ থেকে ৮০ শতাংশে উন্নীত করবে। এ ছাড়া, নতুন সরকার বিধিবদ্ধ ন্যূনতম মজুরি নিশ্চিত করবে এবং স্বাস্থ্য খাতে জনকল্যাণকর ব্যবস্থাদি গ্রহণ করবে।

তিনি আরও বলেন, জার্মানি দৃঢ়ভাবে ইউরোপীয় ইউনিয়নের পাশে দাঁড়িয়ে ইইউ’র অভ্যন্তরীণ ঐক্য ত্বরান্বিত করার চেষ্টা চালিয়ে যাবে। (প্রেমা/আলিম/রুবি)