বেইজিংয়ে কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে লিথুয়ানিয়ার চিন্তার কারণ নেই: চীনা মুখপাত্র
2021-12-16 17:42:51

বেইজিংয়ে কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে লিথুয়ানিয়ার চিন্তার কারণ নেই: চীনা মুখপাত্র_fororder_汪文斌

ডিসেম্বর ১৬: বেইজিংয়ে নিযুক্ত লিথুয়ানিয়ার কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে সেদেশের সরকারের চিন্তিত হবার কোনো কারণ নেই। আজ (বৃহস্পতিবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এ কথা বলেন।

তিনি বলেন, চীন বরাবরই বিদেশের বিভিন্ন দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। লিথুয়ানিয়াসহ বিভিন্ন দেশের দূতাবাসের স্বাভাবিক কার্যক্রমও নিশ্চিত করে থাকে চীনের সরকার। এর আগে লিথুয়ানিয়ার সরকার কখনও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি।

মুখপাত্র বলেন, লিথুয়ানিয়ার সরকার চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সময় দেওয়া রাজনৈতিক প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। দেশটিতে তাইওয়ানকে কার্যালয় স্থাপনের অনুমতি দিয়ে লিথুয়ানিয়ার সরকার ‘এক চীননীতি’ লঙ্ঘন করেছে এবং এ কারণেই বেইজিং দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শাজে ডেফেয়ার্স পর্যায়ে নামিয়ে এনেছে। এখন দেশটি বাস্তবতা উপেক্ষা করে, কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে বানোয়াট তথ্য প্রচার করছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের আরও ক্ষতি করবে। (লিলি/আলিম/শুয়ে)