উগান্ডাকে খাদ্য সহায়তা দেয় চীন
2021-12-15 14:45:42

ডিসেম্বর ১৫: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি’র উগান্ডা কার্যালয়ে চীন সরকার উগান্ডাকে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে।

ত্রাণ সামগ্রী দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় করমোজা অঞ্চলের পুষ্টিকর খাদ্য প্রকল্পে ব্যবহৃত হবে।

দেশটিতে নিযুক্ত ডব্লিউএফপি’র প্রতিনিধি হস্তান্তর অনুষ্ঠানে চীনের প্রশংসা করেন।

 

দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জাং লিচৌং বলেন, প্রকল্পটি চীন, উগান্ডা ও আন্তর্জাতিক সংস্থার ‘খাদ্য নিরাপত্তায় সহযোগিতা ও অংশীদারিত্বের সম্পর্ক জোরদারে’ ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে। চীন উগান্ডার সঙ্গে অধিকতরভাবে দারিদ্র্যবিমোচন ও খাদ্য নিরাপত্তা খাতে নতুন ব্যবস্থা অন্বেষণ করবে; যাতে দেশটির সরকার সমাজের অর্থনৈতিক রূপান্তর জোরদার করে এবং উগান্ডার জনগণের কল্যাণে কাজ করতে পারে।

(প্রেমা/তৌহিদ/রুবি)