ক্রীড়া নিয়ে রাজনীতি না-করা আন্তর্জাতিক সমাজের প্রত্যাশা
2021-12-15 15:37:52

ডিসেম্বর ১৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (মঙ্গলবার) বলেছেন, অলিম্পিক গেমসের নিরপেক্ষতার নীতিকে সম্মান ক’রে ক্রীড়া নিয়ে রাজনীতিকরণ এড়ানো- আন্তর্জাতিক সমাজ, নানা দেশের অলিম্পিক কমিটি ও ক্রীড়াবিদের অভিন্ন প্রত্যাশা।

সম্প্রতি ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায়, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে মার্কিন সরকারি কর্মকর্তা না পাঠানোর  প্রতিবাদ জানায়। এটি কিছু দেশের চীনের উন্নয়নে আঘাত হানার রাজনৈতিক কারসাজি। কিউবা অলিম্পিক কমিটিও বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে হস্তক্ষেপ করার আচরণের নিন্দা জানিয়েছে।

এ বিষয়ে ওয়াং ওয়েন বিন বলেন, ভেনিজুয়েলা ও কিউবা ছাড়া সম্প্রতি অনেক দেশের নেতৃবৃন্দ ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা বলেছেন, অলিম্পিক গেমস নিয়ে রাজনীতিকরণ করা উচিত্ নয়। এসব বক্তব্যের প্রশংসা করেছে বেইজিং।

মুখপাত্র আরও বলেন, অলিম্পিক সনদে স্পষ্টভাবে বলা হয়েছে, ক্রীড়া মানবাধিকারের অংশ। অলিম্পিক গেমসের রাজীনিতিকরণ  ক্রীড়াবিদের মানবাধিকার লঙ্ঘন করেছে এবং তা অলিম্পিক চেতনার বিরুদ্ধাচারণ।

(শিশির/তৌহিদ/রুবি)