২০২২ সালেও চীনের অর্থনীতি স্থিতিশীল থাকবে: জাতীয় পরিসংখ্যান ব্যুরো
2021-12-15 17:54:08

ডিসেম্বর ১৫: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র, জাতীয় অর্থনীতির সাধারণ পরিসংখ্যান বিভাগের পরিচালক ফু লিংহুই বলেছেন, ২০২২ সালেও চীনের অর্থনীতি স্থিতিশীল থাকবে। এসময় চীন কঠিন চ্যালেঞ্জসমূহ কাটিয়ে উঠবে।

ফু লিংহুই বলেন, আগামীতে চীনে অভ্যন্তরীণ চাহিদা বাড়বে; উদ্ভাবন-চালিত উন্নয়নের ইতিবাচক প্রবণতা বজায় থাকবে; নগর ও গ্রামীণ উন্নয়নের মধ্যে সমন্বয়ের ধারা অব্যাহত থাকবে; সংস্কার ও উন্মুক্তকরণ আরও সম্প্রসারিত হবে; এবং একটি নতুন উন্নয়ন প্যাটার্ন দ্রুত গড়ে উঠবে। (জিনিয়া/আলিম/লিলি)