আফগান সরকারের সঙ্গে আন্তর্জাতিক সমাজের সহযোগিতার উপযুক্ত সময় এখনই: মুখপাত্র
2021-12-14 18:51:39

আফগান সরকারের সঙ্গে আন্তর্জাতিক সমাজের সহযোগিতার উপযুক্ত সময় এখনই: মুখপাত্র_fororder_阿富汗

ডিসেম্বর ১৪: আফগানিস্তানের অস্থায়ী সরকারের সঙ্গে আন্তর্জাতিক সমাজের সহযোগিতার এখনই উপযুক্ত সময়। আফগান সরকার আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতার নতুন অধ্যায় শুরুর প্রতিক্ষায় আছে। সম্প্রতি আফগানিস্তানের ভারপ্রাপ্ত সরকারের মুখপাত্র ইনামুলা সামানঘানি সিএমজি-কে দেওয়া এক সাক্ষাত্কারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আফগান সরকারকে পাশ কাটিয়ে সেদেশে কোনো আন্তর্জাতিক তত্পরতা চালানো বুদ্ধিমানের কাজ নয়। সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত এ ধরনের ভুল না-করা। মনে রাখতে হবে, আফগান সরকার স্বাধীন ও দায়িত্বশীল। প্রতিশ্রুতি মেনে, ইতিবাচক নীতি গ্রহণ ও গঠনমূলক কূটনৈতিক নীতি বাস্তবায়নের যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছে আফগান অস্থায়ী সরকার।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর বিশ্বব্যাংক আফগানিস্তান পুনর্গঠন তহবিল থেকে ২৮ কোটি মার্কিন ডলার ছাড়ের কথা ঘোষণা করে, যার উদ্দেশ্য আফগানিস্তানের অস্থায়ী সরকারকে পাশ কাটিয়ে সেদেশে মানবিক-সাহায্য দেওয়া। (লিলি/আলিম/শুয়ে)