ওমিক্রন প্রতিরোধে বিভিন্ন দেশে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার
2021-12-13 18:27:37

ডিসেম্বর ১৩: কোভিডের নতুন স্ট্রেইন ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন দেশ প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করেছে। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে টিকাদান, সামাজিক দূরত্ব বজায় রাখা, ও মাস্ক পরিধান।

ব্রিটেনের স্বাস্থ্য ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয় গতকাল এক ঘোষণায় মহামারী সতর্কতা ৩ থেকে ৪ মাত্রায় উন্নীত করেছে। ব্রিটেনে সতর্কতার ৫টি মাত্রা আছে।

দেশটির স্বাস্থ্য নিরাপত্তা ব্যুরো সম্প্রতি জানিয়েছে, ওমিক্রন আরও দ্রুত ছড়াতে পারে। যদি বর্তমানের গতিতে এটি ছড়াতে থাকে, তবে চলতি মাসের মাঝামাঝিতে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা দেশের নতুন রোগীর ৫০ শতাংশ হবে।

ইসরাইলে ওমিক্রন প্রতিরোধে পর্যটনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও দশ দিন বাড়ানো হয়েছে। এর ফলে চলতি মাসের ২২ তারিখের আগে কোনো বিদেশি ইসরাইলে ঢুকতে পারবেন না। ওই সময়ে কোনো ইসরাইলি বাইরে থেকে দেশে ঢুকলে তার কোভিড টেস্ট করা হবে এবং তাকে নির্দিষ্ট সময় কোয়ারিন্টিনে থাকতে হবে। (শুয়েই/আলিম/লিলি)