ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ শর্ত: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
2021-12-13 11:04:03

ডিসেম্বর ১৩: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের পরমাণু-বিষয়ক আলোচনার প্রধান প্রতিনিধি মোহাম্মাদ বাঘেরি গতকাল (রোববার) বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বিক পরমাণু চুক্তিতে ফিরে আসতে চায়, তাহলে ইরানের ওপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

ভিয়েনায় ইরানের সার্বিক পরমাণু চুক্তির সংশ্লিষ্ট পক্ষের বৈঠকে অংশগ্রহণ করে বাঘেরি বলেন, সংশ্লিষ্ট পক্ষের মধ্যে দু’টি মূল মতভেদ রয়েছে। তা হলো- আলোচনার বিষয়বস্তু ও আওতা। গেল কয়েকদিন আলোচনার আওতা নিয়ে তাদের মধ্যে মতভেদ কমেছে, যা গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি।

নতুন দফা আলোচনার কাঠামো নিয়ে ইরান আশাবাদী। তবে, ইরান মনে করে- কয়েকটি পক্ষের অন্যায্য বক্তব্য ও ধ্বংসাত্মক আচরণের কারণে ভবিষ্যত আলোচনা নিয়ে স্বচ্ছ ধারণা পোষণ করে না তেহরান।

(শিশির/তৌহিদ/রুবি)