যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের মানদণ্ডে গুরুতর সমস্যা রয়েছে: ক্রোয়েশিয়ীয় বিশেষজ্ঞ
2021-12-12 18:35:28

ডিসেম্বর ১২: ক্রোয়েশিয়ার রাজনীতি বিশেষজ্ঞ দাভোর জেনেরো সম্প্রতি সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের মানদণ্ডে গুরুতর সমস্যা রয়েছে।

তিনি বলেন, দীর্ঘকাল ধরেই যুক্তরাষ্ট্র নিজেকে গণতন্ত্রের মানদণ্ড প্রনয়ণের প্রধান বিচারপতি হিসেবে দেখে আসছে। তবে আসল অবস্থা হলো, যুক্তরাষ্ট্র সবসময় নিজের রাজনৈতিক স্বার্থেই কোনো দেশকে গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক আখ্যায়িত করে থাকে।  

জেনেরো মনে করেন, গণতান্ত্রিক সমাজ সম্বন্ধে মার্কিনিদের ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখন খুব কম মার্কিনিই বিশ্বাস করে যে, যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জন্য আরও বেশি স্বাধীনতা ও সাম্যতা নিশ্চিত করতে পারে।  

জেনেরো আরও বলেন, চীনের গণতন্ত্র বিশ্বাসযোগ্য। এ গণতন্ত্র দেশ ও জনগণের চাহিদা এবং দেশের উন্নয়নের সঙ্গে সংগতিপূর্ণ। বলা যায়, চীনা গণতন্ত্র বর্তমান যুগে দেশ-পরিচালনার দৃষ্টান্তে পরিণত হয়েছে। (শুয়েই/আলিম/লিলি)