যুক্তরাষ্ট্র গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করছে: চীনা মুখপাত্রের অভিযোগ
2021-12-11 14:50:20

ডিসেম্বর ১১: যুক্তরাষ্ট্র গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করছে। দেশটি তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ আয়োজন করেছে নিজের স্বার্থে এবং গণতন্ত্রকে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য। আজ (শনিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

মুখপাত্র বলেন, ‘গণতন্ত্র সম্মেলন’ আয়োজনের মূল উদ্দেশ্য বিশ্বে বিভাজন ও মতবিরোধকে উস্কে দেওয়া, অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া, এবং জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক আইনভিত্তিক শৃঙ্খলা নষ্ট করা। আর এ কারণেই আন্তর্জাতিক সমাজ ব্যাপকভাবে এর বিরোধিতা করছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রের আলোকবর্তিকা নয়। আমেরিকান গণতন্ত্র গণতন্ত্রের মূল থেকেই বিচ্যুত হয়ে গেছে। অর্থের রাজনীতি, পরিচয়ের রাজনীতি, দলীয় বৈরিতা, রাজনৈতিক মেরুকরণ, সামাজিক বিচ্ছিন্নতা, জাতিগত দ্বন্দ্ব এবং ধনী-দরিদ্রের ব্যবধানের মতো বিভিন্ন সমস্যা আজকের আমেরিকান গণতন্ত্রের দুর্বলতা।

মুখপাত্র আরও বলেন, এক জনমত জরিপ অনুসারে, ৭২ শতাংশ মার্কিনি মনে করেন, যুক্তরাষ্ট্র এখন আর অন্য দেশের জন্য অনুসরণযোগ্য গণতান্ত্রিক মডেল নেই। আর সারা বিশ্বের ৪৪ শতাংশ মানুষ মনে করেন, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। (লিলি/আলিম/শুয়ে)