চীন-বেলারুশ সার্বিক কৌশলগত সম্পর্ক উন্নয়নে আগ্রহী চীন
2021-12-10 13:45:01

চীন-বেলারুশ সার্বিক কৌশলগত সম্পর্ক উন্নয়নে আগ্রহী চীন_fororder_1202-5

ডিসেম্বর ১০: বেলারুশের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিতে ইচ্ছুক চীন। গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এ কথা বলেছেন।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সম্প্রতি বেলারুশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক ইস্যুতে এক নির্দেশ দেন। এ নির্দেশের লক্ষ্য হলো ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দ্বিপাক্ষিক সার্বিক কৌশলগত সম্পর্ক উন্নত করা।

এ বিষয়ে চীনা মুখপাত্র ওয়াং বলেন, দু’দেশের র্শীষনেতার নেতৃত্বে চীন-বেলারুশ সম্পর্ক দিন দিন সুসংহত হচ্ছে। তিনি বলেন, দু’দেশের সম্পর্ক দু’দেশের জনগণ, অঞ্চল ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য কল্যাণকর। দু’দেশের সম্পর্ক আরও গভীর করার জন্য বেলারুশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চালাতে ইচ্ছুক চীন।

  (স্বর্ণা/তৌহিদ/ছাই)