‘ইউরোপীয় কৌশলগত সার্বভৌমত্ব’ গঠন করবে ফ্রান্স: ম্যাকখোঁ
2021-12-10 13:46:12

‘ইউরোপীয় কৌশলগত সার্বভৌমত্ব’ গঠন করবে ফ্রান্স: ম্যাকখোঁ_fororder_1210-1

ডিসেম্বর ১০: আগামী বছরে ইইউ’র পালাক্রমিক সভাপতি দেশ হিসেবে ফ্রান্স ‘ইউরোপীয় কৌশলগত সার্বভৌমত্ব’ গঠন করবে এবং শেনগেন অঞ্চলে সংস্কারসহ নানা পরিকল্পনা হাতে নেবে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁ গতকাল (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

তিনি বলেন, পালাক্রমিক সভাপতি দেশ হিসেবে ফ্রান্স ইউরোপের পুনরুদ্ধার, শক্তিশালী হওয়া এবং একাত্মতার অনুভূতি উন্নয়নকে কেন্দ্র করে কাজ চালিয়ে যাবে। ফ্রান্সের প্রধান লক্ষ্য হচ্ছে ইউরোপের অভ্যন্তরীণ সহযোগিতা জোরদার থেকে শুরু করে বাইরে থেকে শক্তিশালী হওয়ার চেষ্টা করা। তার মাধ্যমে ‘ইউরোপের কৌশলগত সার্বভৌমত্ব’ গঠন, বিশেষ করে ইউরোপের অভিন্ন প্রতিরক্ষা নীতির দিক থেকে অগ্রগতি অর্জন করা।

তিনি আরো বলেন, শেনগেন অঞ্চল সংস্কারের পরিকল্পনা শুরু করবে ফ্রান্স। যাতে সীমান্ত নীতিতে ইইউ সদস্য দেশের একতা থাকে। তা ছাড়া অভিবাসী সংক্রান্ত পরিকল্পনা উন্নত করা এবং অবৈধ অভিবাসী কমানোর ক্ষেত্রে ব্যবস্থা করা হবে।

ইউরোপের অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে তিনি বলেন, আগামী বছরের মার্চ মাসে ইইউ শীর্ষসম্মেলনে এটা হবে একটি কেন্দ্রীয় আলোচ্য বিষয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন পদ্ধতি বের করতে হবে, ডিজিটাল অর্থনীতি উন্নত করতে হবে এবং তার পাশাপাশি ২০৩০ সালে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের তুলনা ৫৫ শতাংশ কমানোর লক্ষ্য বাস্তবায়ন করতে হবে।

  (স্বর্ণা/তৌহিদ/ছাই)