ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন রাশিয়া
2021-12-09 15:49:44

 

ডিসেম্বর ৯: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর পূর্বের দিকে বিস্তার এবং ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল (বুধবার) সোচিতে সফররত গ্রিসের প্রধানমন্ত্রী মিজোটাস্কির সঙ্গে বৈঠকে পুতিন এ উদ্বেগের কথা জানান। বুধবার ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকের পর আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন, রাশিয়া সবসময় শান্তিপূর্ণ কূটনীতি অনুসরণ করে আসছে। রাশিয়া কোনও দেশের বিরুদ্ধে যেতে চায় না; তবে, নিজের নিরাপত্তা নিশ্চিত করেবে। তিনি আরও বলেন, রাশিয়া বহুবার জানিয়েছে- ন্যাটোর পূর্বের দিকে সম্প্রসারণ অগ্রহণযোগ্য। তা রাশিয়ার ভবিষ্যত নিরাপত্তার কৌশলগত বিষয়। যে কোনও দেশ নিজের নিরাপত্তা রক্ষা করতে পারে। কিন্তু তা অন্য দেশের জন্য ক্ষতিকর হতে পারবে না।

তিনি আরও বলেন, রুশ পক্ষ দৃঢ় বিরোধিতা জানালেও ন্যাটো ক্রমশ রুশ সীমান্তের কাছে চলে আসছে এবং ইতোমধ্যে পোল্যান্ড ও রোমানিয়ায় এমকে-৪১ রকেট প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। রাশিয়ার বিশ্বাস ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে একই অবস্থা হবে। তাই রাশিয়ার উদ্বেগ ভিত্তিহীন নয়।

  (স্বর্ণা/তৌহিদ/ছাই)

ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন রাশিয়া_fororder_1209-3