বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস নিয়ে রাজনীতি করা অলিম্পিক চেতনার পরিপন্থী: মন্টিনিগ্রো অলিম্পিক কমিটির চেয়ারম্যান
2021-12-09 15:48:51

ডিসেম্বর ৯: রাজনীতি ও ক্রীড়া খাত আলাদা করে রাখা উচিত। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস নিয়ে রাজনৈতিক আচরণ অলিম্পিক চেতনার পরিপন্থী। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া সাক্ষাত্কারে মন্টিনিগ্রোর অলিম্পিক কমিটির চেয়ারম্যান দুসান সিমোনোভিক এ-কথা বলেছেন।

 

গত ৬ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে সরকারি প্রতিনিধিদল না পাঠানো এবং কূটনীতির মাধ্যমে শীতকালীন অলিম্পিক গেমস প্রতিহত করার ঘোষণা করে। এ প্রসঙ্গে জনাব দুসান বলেন, ক্রীড়া ও রাজনীতিকে আলাদা রাখা হলেও আমরা দেখেছি- ক্রীড়ার আড়ালে রাজনীতি আছে। যেমন, কিছু শক্তিশালী দেশ প্রতিনিধিদলকে অলিম্পিক গেমসে অংশগ্রহণে প্রভাবিত করে, যা খুব হতাশার বিষয়। তাই, আমি আশা করি যে, এবারও আগের মতো ক্রীড়া রাজনীতিকে পরাজিত করতে পারবে।

 

তিনি আরও বলেন, গত জুলাই মাসে টোকিও অলিম্পিক গেমসের প্রাক্কালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ‘আরও সংহত’ কথাটি অলিম্পিক মোটোর অন্তর্ভুক্ত করেছে। সংহতি অলিম্পিক চেতনার বিষয়। অলিম্পিক গেমস প্রতিহত করার যে কোনো কর্মকাণ্ড সে চেতনার পরিপন্থী।

(রুবি/তৌহিদ/শিশির)