কৃষ্ণ সাগরে মার্কিন যুদ্ধবিমান চলাচলের প্রতিবাদ জানিয়েছে রাশিয়া
2021-12-09 15:48:14

ডিসেম্বর ৯: যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যরা কৃষ্ণ সাগরে মার্কিন যুদ্ধবিমান চলাচলের বিরোধিতা করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (বুধবার) প্রকাশিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যরা রুশ সীমান্ত এলাকায় সামরিক তত্পরতা বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিমানের যাতায়াত বাড়ানো হচ্ছে এবং সামরিক মহড়াও বাড়ছে। সম্প্রতি বেসামরিক বিমানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রুশ পক্ষ মস্কোতে মার্কিন দূতাবাসের কাছে প্রতিবাদ জানিয়েছে।

রুশ মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র ও ন্যাটো সদস্য দেশের সামরিক বিমানের গোপন যাতায়াত খুব বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। এতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কনভেনশন লংঘন হয়েছে। রাশিয়ার উস্কানিমূলক আচরণের প্রতিবাদ জানানোর অধিকার আছে। নিরাপত্তা বিষয়ে সংলাপ করে বিপজ্জনক ঘটনা এড়ানোর আহ্বান জানায় রাশিয়া।

  (স্বর্ণা/তৌহিদ/ছাই)

কৃষ্ণ সাগরে মার্কিন যুদ্ধবিমান চলাচলের প্রতিবাদ জানিয়েছে রাশিয়া_fororder_1209-1