বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সফলতা কামনা করে দক্ষিণ কোরিয়া
2021-12-09 14:12:22

ডিসেম্বর ৯: গতপরশু (মঙ্গলবার) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সফলতা কামনা করে তাঁর দেশ, এ গেমস উত্তরপূর্ব এশিয়া ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (বুধবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, ২০১৮ সালে পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়া। ২০২৪ সালেও গ্যাংওন-ডু শীতকালীন যুব অলিম্পিক গেমস আয়োজন করবে দেশটি। এটি দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের প্রতিফলন এবং অলিম্পিক পরিবারে সু-দৃষ্টান্তের স্থাপন।

 

তিনি আরও বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড় ও স্নো খেলার আগ্রহীদের জন্য বড় ইভেন্ট। বিভিন্ন পক্ষের যৌথ চেষ্টায় চীন অবশ্যই সফলভাবে এ গেমস আয়োজন করতে পারবে এবং আন্তর্জাতিক অলিম্পিক দায়িত্ব উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)