ইয়াসুকুনি সমাধিতে জাপানি সংসদসদস্যদের শ্রদ্ধা: চীনের তীব্র প্রতিবাদ
2021-12-08 16:26:44

ডিসেম্বর ৮: ৭ ডিসেম্বর ছিল ‘পার্ল হারবার’ ঘটনার ৮০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে জাপানি সংসদের শতাধিক সদস্য বিতর্কিত ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। চীন এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে একে ‘ইচ্ছাকৃত উস্কানিমূলক আচরণ’ বলে আখ্যায়িত করে বলেন, ৮০ বছর আগে জাপান যুক্তরাষ্ট্রের ‘পার্ল হারবার’-এ আকস্মিক হামলা চালিয়েছিল, যা থেকে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের সূচনা। অথচ এমন একটা দিনে জাপানি সংসদসদস্যরা বিতর্কিত ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য যান।

চীনা মুখপাত্র আরও বলেন, ইয়াসুকুনি সমাধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ১৪ জন প্রথম শ্রেণির যুদ্ধাপরাধীর কবর রয়েছে। এ সমাধি এখন জাপানের সামরিকবাদ ও আগ্রাসনের প্রতীক। অথচ জাপান নিজের আগ্রাসনের ইতিহাসকে বরাবরই অস্বীকার করে আসছে। (স্বর্ণা/আলিম/ছাই)

ইয়াসুকুনি সমাধিতে জাপানি সংসদসদস্যদের শ্রদ্ধা: চীনের তীব্র প্রতিবাদ_fororder_0909-6