বিশ্ব উন্নয়নের উদ্যোগ আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে উন্নয়নশীল দেশের ব্যাপক সমর্থন কুড়িয়েছে: চীনা মুখপাত্র
2021-12-08 19:21:28

ডিসেম্বর ৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ৭৬তম জাতিসংঘ সাধারণ সম্মেলনের সাধারণ বিতর্কে বিশ্ব উন্নয়নের উদ্যোগ উত্থাপনের পর তা আন্তর্জাতিক সমাজ- বিশেষ করে উন্নয়নশীল দেশের ব্যাপক সমর্থন পেয়েছে। এ পর্যন্ত সারা বিশ্বের দশটিরও বেশি দেশ ও বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা তার সমর্থন ব্যক্ত করেছে। আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

ওয়াং বলেন, ‘চীন-আসিয়ান সংলাপ সম্পর্ক’ প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকীর শীর্ষসম্মেলন বিশ্ব উন্নয়নের উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে। চীন-প্যাসিফিক দ্বীপপুঞ্জের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তাতে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে। সম্প্রতি চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ‘ডাকার ঘোষণায়’ চীনের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।

ওয়াং ওয়েন বিন বলেন, এতে প্রমাণিত হয় যে, বিশ্ব উন্নয়নের উদ্যোগ বিশ্ব উন্নয়নের প্রবণতা এবং উন্নয়নশীল দেশগুলোর চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

(রুবি/তৌহিদ/শিশির)