প্রধানমন্ত্রীর নেতৃত্বে সলোমন দ্বীপপুঞ্জে দ্রুত স্থিতিশীলতা ফিরবে: চীনের আশাবাদ
2021-12-08 11:18:44

ডিসেম্বর ৮: সলোমন দ্বীপপুঞ্জে প্রধানমন্ত্রী মানাসা সোগাভেয়ারের নেতৃত্বে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে বলে চীন বিশ্বাস করে। গত সোমবার দেশটির পার্লামেন্টে সোগাভেয়ারের আস্থাভোটে টিকে যাওয়া সম্পর্কে গতকাল (বুধবার) নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের মুখপাত্র চাও লি চিয়ান।

প্রধানমন্ত্রী সোগাভেয়ার পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় বলেন, দেশটির সরকার দৃঢ়ভাবে ‘একচীন নীতি’ অনুসরণ করে যাবে। এই অবস্থান কেউ পরিবর্তন করতে পারবে না। চীন-সলোমন কূটনৈতিক সম্পর্ক দেশটির স্বার্থ ও উন্নয়নের ভিত্তিতে প্রতিষ্ঠিত। চীন দেশটির উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে আসবে। চীনা মুখপাত্র প্রধানমন্ত্রী সোগাভেয়ারের এ কথার প্রশংসা করেন। (প্রেমা/আলিম/ছাই)