বহুপক্ষবাদ ও বাণিজ্যিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চীন: পাকিস্তান বিশেষজ্ঞ
2021-12-08 14:41:43

ডিসেম্বর ৮: বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের যোগদানের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে পাকিস্তানের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চীনা গবেষণালয়ের উপ-পরিচালক জমির আওয়ান চায়না মিডিয়া গ্রুপ-সিএমজিকে দেওয়া একটি সাক্ষাত্কারে বলেন, চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার পর সংস্থার স্বাধীনতা ও বহুপক্ষবাদের নীতি রক্ষা করেছে এবং অন্য সদস্য দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের অবদান অনেক বেশি। আসলে মুক্ত ও ন্যায্য বাণিজ্য জোরদারে প্রতিষ্ঠিত হয়েছে সংস্থাটি। চীন বহুপক্ষবাদ ও বিশ্বায়নের অনুশীলনকারী দেশ। আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে চীনের অবদান সবচেয়ে বেশি। চীন বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি এবং ভূরাজনীতির শক্তিশালী দেশ। জমির আওয়ান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে চীন অন্য দেশের স্বার্থ রক্ষা করে। যেমন: চীন-পাকিস্তান অবাধ বাণিজ্য চুক্তির দ্বিতীয় পর্যায়ের প্রোটোকল এগিয়ে নিতে চায় চীন। পাশাপাশি পাকিস্তানের কোম্পানিগুলোকে চীনে রপ্তানি করার সুযোগ দেয় চীন।

বর্তমানে যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্য দেশগুলো বাণিজ্য ইস্যুর রাজনীতিকরণ করে— যা পাকিস্তানসহ উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ লঙ্ঘন করেছে। পাকিস্তান চীনের সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার ও সংস্থার স্বাধীনতা ও ন্যায্যতা রক্ষা করতে চায়।

(শিশির/তৌহিদ/রুবি)