চীনের গণতন্ত্রের তত্ত্ব ও চর্চার প্রশংসায় বিদেশি কূটনীতিবিদ ও বিশেষজ্ঞগণ
2021-12-08 11:31:19

ডিসেম্বর ৮: গতকাল (মঙ্গলবার) এনসিআর বেইজিং ও জুইজারল্যান্ডের জেনিভায় একযোগে ‘মানবতার অভিন্ন মূল্যবোধের অন্বেষণ: গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি চীনের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক রিপোর্ট ও তথ্যচিত্র প্রকাশ করে।

এ উপলক্ষ্যে জেনিভায় আয়োজিত অনলাইন ও অফলাইন অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশেষজ্ঞগণ চীনের গণতন্ত্র ও এর চর্চার ভূয়সী প্রশংসা করেন।

জেনিভায় চীনের অস্থায়ী রাষ্ট্রদূত লি সোং তাঁর ভাষণে বলেন, বর্তমানে ‘গণতন্ত্র’ বিশ্বজুড়ে একটি ব্যাপক আলোচিত বিষয়। এর মূল কারণ, একটি বিশেষ দেশ তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’-এর মাধ্যমে বিশ্বকে নতুন করে স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।  

তিনি বলেন, জেনিভার অনেক কূটনীতিবিদ স্পষ্টভাবে বলেছেন, বিশ্বে সব দেশের জন্য প্রযোজ্য কোনো সর্বজনীন গণতান্ত্রিক ব্যবস্থার অস্তিত্ব নেই। বিভিন্ন দেশ নিজ নিজ অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ রাজনৈতিক ব্যবস্থা ও উন্নয়ন-পথ বাছাই করতে পারে।  

জাতিসংঘ মানবাধিকার পরিষদের জনৈক সাবেক বিশেষজ্ঞ বলেন, গণতন্ত্র এক ধরনের সাধারণ মূল্যবোধ। এর মূল কথা হচ্ছে, জনগণ অবাধে নিজেদের ইচ্ছা প্রকাশ করতে পারবে এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারবে। গণতন্ত্র ও মানবাধিকার বিশ্বের কোনো বিশেষ দেশ বা অঞ্চলের সম্পত্তি নয়। (প্রেমা/আলিম/ছাই)