‘গণতন্ত্র শীর্ষসম্মেলন’: যুক্তরাষ্ট্রের নিরর্থক নতুন বিভাজন রেখা আঁকার অপচেষ্টা: রুশ বিশেষজ্ঞ
2021-12-07 17:28:13

ডিসেম্বর ৭: রাশিয়ার কৌশলগত উন্নয়ন তহবিলের বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ইগর শাত্রভ সম্প্রতি সিনহুয়া বার্তা সংস্থাকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে বলেন, ‘গণতন্ত্র শীর্ষসম্মেলনের’ মাধ্যমে একটি নতুন বিভাজন রেখা আঁকার অপচেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, এ শীর্ষসম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে চায় এবং বিশ্বকে বিভিন্ন শিবিরে ভাগ করতে চায়।

তিনি মনে করেন, কথিত ‘গণতন্ত্র শীর্ষসম্মেলন’ আয়োজনের আরেকটি উদ্দেশ্য হলো- তাদের সুবিধামতো শত্রু দেশ নির্ধারণ করা। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের  ভূ-রাজনৈতিক প্রতিপক্ষ এবং প্রতিযোগীর বিরোধিতা করার জন্য এ সম্মেলন আয়োজন করা হয়েছে। মার্কিন এ আচরণ বিশ্বে কঠোর চ্যালেঞ্জ সৃষ্টি করবে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র তার সঙ্গে দ্বিমত পোষণকারী দেশের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধ চালাবে।

(শিশির/তৌহিদ/রুবি)