অর্থের কাছে আত্মসমর্পণ করেছে মার্কিন গণতন্ত্র: সিআরআই সম্পাদকীয়
2021-12-07 17:25:38

ডিসেম্বর ৭: যুক্তরাষ্ট্র ধনীদের দ্বারা শাসিত দেশ, কোনও গণতান্ত্রিক দেশ নয়। সম্প্রতি সিঙ্গাপুরের বিশেষজ্ঞ কিশোর মাহবুবানি এক সাক্ষাত্কারে এমন কথা বলেন। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ধনী মানুষ ও টাকাকে সেবা দেয়— এটা কোনও গোপন বিষয় নয়। দেশটি অর্থের কাছে আত্মসমর্পণ করেছে। সিআরআই সম্পাদকীয় একথা বলেছে।

অনেক তথ্য প্রমাণ করে যে, টাকা মার্কিন রাজনীতির গুরুত্বপূর্ণ উপাদান। আইন প্রয়োগ ও আইনের শাসনের জন্য নানা বিষয়ে অর্থ প্রয়োজন। মার্কিন সংসদ নির্বাচনে যারা জয়ী হন তাদের মধ্যে ৯১ শতাংশ সর্বাধিক তহবিল সহায়তা পান। মার্কিন গণতন্ত্র ধনী মানুষের খেলা। বর্তমানে মার্কিন রাজনীতিবিদরা টাকার কাছে আত্মসমর্পণ করেছে এবং অবশ্যই তাদের কাজ ধনীদের সেবা করা।

 

২০২০ সালে ১৬৩টি দেশ নিয়ে তৈরি এক প্রতিবেদনে বলা হয়, গেল ১০ বছরে যুক্তরাষ্ট্রসহ তিনটি দেশের সামাজিক উন্নয়ন সূচক কমেছে। এটাই আমেরিকার প্রধান ভিত্তি, মধ্যবিত্ত গ্রুপও ক্রমশ বিব্রত হচ্ছে। মার্কিন পরিবারে গেল ২০ বছরে কোনও অর্থ বৃদ্ধি হয়নি।

 

একশ বছর আগে, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে গণতন্ত্র ও সম্পদশালী মানুষের মধ্যে একটিকে বাছাই করতে হবে। এ অবস্থায় দেশটি গণতন্ত্রের শীর্ষসম্মেলন আয়োজন করেছে, যা হাস্যকর ব্যাপার।

(শিশির/তৌহিদ/রুবি)