বেইজিংয়ে ভারতের বিদায়ি রাষ্ট্রদূতের সঙ্গে ওয়াং ই’র সাক্ষাৎ
2021-12-07 16:18:52

ডিসেম্বর ৭: গতকাল (সোমবার) বেইজিংয়ে ভারতের বিদায়ি রাষ্ট্রদূত ভিক্রম মিস্রি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দেখা করেন।

এসময় ওয়াং ই বলেন, চীন ও ভারতের উচিত পরস্পরের অংশীদার ও বন্ধু হওয়া। দু’দেশের নেতৃবৃন্দ এই মর্মে মতৈক্যে পৌঁছেছেন যে, দু’দেশ একে অপরকে হুমকি হিসেবে দেখবে না, বরং একে অপরের উন্নয়নকে সুযোগ হিসেবে দেখবে। এই মতৈক্য ধরে রাখতে হবে।

চীন-ভারত যোগাযোগ নিয়ে ওয়াং ই বলেন, পারস্পরিক সমঝোতা বজায় রাখতে হবে ও ভুল বোঝাবুঝি পরিহার করতে হবে; দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে এবং দু’একটি ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটানো চলবে না; একে অপরের আস্থা অর্জন করতে হবে, অনাস্থা নয়।

এসময় ভিক্রম মিস্রি বলেন, ভারত-চীন সম্পর্ক কিছু বাধাবিপত্তির মধ্য দিয়ে চলে আসছে। তবে, এক্ষেত্রে অনেক সুযোগও আছে। ভারত চীনের সঙ্গে পরস্পরের উদ্বেগকে আমলে নিয়ে পারস্পরিক কল্যাণ অর্জনে যৌথভাবে কাজ করতে চায়। (প্রেমা/আলিম/ছাই)