চীন-লাওস রেলপথের প্রথম পণ্যবাহী ট্রেন খুনমিংয়ে পৌঁছেছে
2021-12-06 19:23:09

ডিসেম্বর ৬: লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে যাত্রা করে ১০৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে চীন-লাওস রেলপথের প্রথম পণ্যবাহী ট্রেন গতকাল (রোববার) সন্ধ্যায় ইউননান প্রদেশের খুনমিং শহরে পৌঁছেছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় খুনমিংয়ের একটি রেলস্টেশনের প্ল্যাটফর্মে পণ্য হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাকৃতিক রবার হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার চীন-লাওস রেলপথ চালু হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক স্বল্প পরিবহন খরচ ও দ্রুত গতির যোগাযোগ শুরু হলো। চীন-লাওস রেলপথ সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন শিল্পে নতুন উন্নয়নের সুযোগ করে দেবে এই প্রকল্প।
(আকাশ/তৌহিদ/রুবি)