আমেরিকান গণতন্ত্র জনগণের সমর্থন পাবে না: চাও লি চিয়ান
2021-12-04 16:47:49

ডিসেম্বর ৪: গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আমেরিকান গণতন্ত্র জনগণের সমর্থন পাবে না।

তিনি যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত চলচ্চিত্র পরিচালকের উদ্ধৃতি দেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট নির্বাচন করতে হলে, ১৪০০ কোটি ডলার খরচ হয়। এটা কেমন গণতন্ত্র? তিনি ঠিকই বলেছেন, আমেরিকান গণতন্ত্র হচ্ছে ডলারের গণতন্ত্র! মার্কিন গণতন্ত্র জনগণকে প্রতারণার টুল হিসেবে ব্যবহার করে। দেশের বাইরে আধিপত্যবাদের নীতি প্রমোট করার টুল সেবে আমেরিকান গণতন্ত্র কাজ করে।

চাও লি চিয়ান আরও বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের জঘন্য ব্যর্থতা আবারও প্রমাণ করেছে যে, আমেরিকান গণতন্ত্র অন্য দেশে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না।
(আকাশ/এনাম/রুবি)