চীনের সংবিধান নিয়ে সি চিন পিংয়ের যত কথা
2021-12-03 18:10:18

ডিসেম্বর ৩: সংবিধান হলো চীনের মৌলিক আইন। এর সর্বোচ্চ আইনি মর্যাদা রয়েছে এবং এটি দেশ-প্রশাসনের মূল বিধান। সংবিধান ক্ষমতাসীন পার্টি ও জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংও বহুবার সংবিধানের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি মনে করেন, দেশ-প্রশাসনের ক্ষেত্রে সংবিধানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৪ ডিসেম্বর হলো চীনের অষ্টম জাতীয় সংবিধান দিসব। এ উপলক্ষ্য আমরা সি চিন পিংয়ের সংবিধানসম্পর্কিত বিভিন্ন বক্তব্য স্মরণ করবো।

আইনের শাসন চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র মৌলিক কৌশল। ২০১২ সালের ৪ ডিসেম্বর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং রাজধানীতে সংবিধান গৃহীত হওয়ার ৩০তম বার্ষিকীর উদ্যাপনী অনুষ্ঠানে বলেন, আইনের শাসনের মূল কথা হলো সংবিধান অনুযায়ী দেশ-প্রশাসন। সিপিসি’র উচিত জনগণকে নেতৃত্ব দিয়ে, সংবিধান ও আইন প্রণয়ন করা এবং সংবিধান ও আইন কার্যকর করা। আমাদের আইনগত ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের ব্যবস্থা উন্নত করতে হবে।

২০১৪ সালের অক্টোবরে সিপিসি’র অষ্টাদশ কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ সম্মেলনে ৪ ডিসেম্বরকে জাতীয় সংবিধান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সি চিন পিং বলেন, সংবিধান শুধু যে জনগণের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে, তা নয়, সংবিধান নাগরিকদের স্বার্থ সুরক্ষার আইনগত অস্ত্রও বটে।

২০১৮ সালের ১৭ মার্চ আয়োজিত ত্রয়োদশ জাতীয় কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনের প্রথম অধিবেশনে সি চিন পিং প্রেসিডেন্টপদে পুনঃনির্বাচিত হন। তিনি শপথগ্রহণশেষে বলেন, তিনি গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানে অবিচল থাকবেন, সংবিধান সুরক্ষা করবেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)