চেচিয়াংয়ের আনচিতে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2021-12-03 14:23:33

ডিসেম্বর ৩: গতকাল (বৃহস্পতিবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চেচিয়াং প্রদেশের আনচিতে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী মুই থান সনের মঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠককালে ওয়াং ই বলেন, চীন ও ভিয়েতনাম সমাজতান্ত্রিক দেশ এবং নিজ নিজ জাতীয় অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথে সামনে এগুচ্ছে। দু’দেশকে, মূল উদ্দেশ্য ভুলে না-গিয়ে, আত্মবিশ্বাসের সঙ্গে সাম্যবাদ ও মানবজাতির উন্নয়নে কাজ করে যেতে হবে।

ওয়াং ই আরও বলেন, মহামারী চলাকালে দু’দেশ পরস্পরকে ব্যাপকভাবে সাহায্য করেছে। এতে দু’দেশের সুসম্পর্ক ও মৈত্রী ফুটে ওঠে।

এসময় মুই থান সন বলেন, এখন পর্যন্ত ভিয়েতনামকে চীন সবচেয়ে বেশি কোভিড টিকা দিয়েছে এবং এতে তাঁর দেশ কৃতজ্ঞ। সুপ্রতিবেশী হিসেবে ভিয়েতনাম চীনের উন্নয়নকে এবং আন্তর্জাতিক মঞ্চে চীনের আরও বড় ভূমিকাকে সমর্থন করে।

বৈঠকে তাঁরা পারস্পরিক সহযোগিতা বাড়ানো ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা নিয়ে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছান। তা ছাড়া, তাঁরা চীন-আসিয়ান সহযোগিতা ও বৈশ্বিক উন্নয়নের বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করেন। (লিলি/আলিম/শুয়ে)