শুক্রবার লাওসের প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও-বৈঠক করবেন সি চিন পিং
2021-12-02 14:21:36

ডিসেম্বর ২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগামী শুক্রবার লাওসের প্রেসিডেন্ট থংলাউন সিসুলিথের সঙ্গে এক ভিডিও-বৈঠকে মিলিত হবেন। এসময় তাঁরা দু’জন অনলাইনে চীন-লাওস রেলপথের উদ্বোধন প্রত্যক্ষ করবেন। গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, চীন ও লাওস পরস্পরের সমাজতান্ত্রিক প্রতিবেশী। চলতি বছর দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী পালিত হচ্ছে। এটি চীন-লাওস মৈত্রীবর্ষও বটে। দু’দেশের সম্পর্ক বর্তমানে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।

মুখপাত্র আরও বলেন, রেলপথটি চীন-লাওস অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার কাজে গতি আনবে এবং দু’দেশ ও দু’দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করবে। পাশাপাশি, এই রেলপথ আঞ্চলিক যোগাযোগ এবং শিল্প-চেইন ও সরবরাহ-চেইনের স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। (প্রেমা/আলিম/শুয়েই)