আদ্দিস আবাবায় ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2021-12-02 14:13:49

ডিসেম্বর ২: গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনশেষে, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়, সেদেশের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দামেকে মাকোনেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, দু’দেশের মধ্যে ঐতিহ্যবাহী মৈত্রীর সম্পর্ক বিদ্যমান। দু’পক্ষ পরস্পরের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। চীন যে-কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করার মৌলিক নীতি অনুসরণ করে এবং ইথিওপিয়ার ওপর বাইরের শক্তির চাপ প্রয়োগের নীতির বিরোধিতা করে।

ওয়াই ই আরও বলেন, ইথিওপিয়ার অভ্যন্তরীণ বিবাদ ও সংঘাত দেশটির নিজস্ব ব্যাপার। প্রচলিত আইন অনুযায়ী, এ সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজে বের করার দক্ষতা ও বুদ্ধি দেশটির জনগণের আছে। চীন আশা করে, ইথিওপিয়ার বিভিন্ন পক্ষ যথাশীঘ্র সম্ভব সংঘর্ষ বন্ধ করে স্থায়ী শান্তির জন্য চেষ্টা চালাবে। চীন ইথিওপিয়ার সার্বভৌমত্বকে সম্মান করার পূর্বশর্তে, দেশটির চাহিদা অনুযায়ী, গঠনমূলক সহায়তাও দিতে চায়। (প্রেমা/আলিম/শুয়েই)