চীনের উন্নয়ন-অভিজ্ঞতা বিশ্বের জন্য মূল্যবান: চীনা বিশেষজ্ঞ
2021-12-02 15:36:38

চীনের উন্নয়ন-অভিজ্ঞতা বিশ্বের জন্য মূল্যবান: চীনা বিশেষজ্ঞ_fororder_dudong

ডিসেম্বর ২: 'বিশ্বের শত বছরের পরিবর্তন এবং চীন ও চীনা কমিউনিস্ট পার্টি' প্রতিপাদ্যকে সামনে রেখে ‘চীনকে বোঝা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন কুয়াংচৌওতে শুরু হয়েছে পয়লা ডিসেম্বর; চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

এবারের সম্মেলনে অংশগ্রহণকারী চীনা সামাজিক বিজ্ঞান একাডেমির সমাজ উন্নয়ন ও কৌশল গবেষণালয়ের পরিচালক চাং ই গতকাল (বুধবার) বলেন, চীনের উন্নয়নের প্রধান কারণ হলো জনগণের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। ক্ষমতাসীন পার্টি সিপিসি ও দেশের উন্নয়নের উদ্দেশ্য কখনও পরিবর্তন হয়নি। চীনের উদ্যোগে ‘এক অঞ্চল, এক পথ’ হলো বিভিন্ন দেশের অভিন্ন কল্যাণের বহুপক্ষীয় ব্যবস্থা। চীনের উন্নয়ন বিশ্বের জন্য সুযোগ সৃষ্টি করেছে, বিশ্বের উন্নয়ন চীনের জন্য সুযোগ সৃষ্টি করেছে।

তিনি বলেন, চীনের অভিন্ন সমৃদ্ধির ধারণা অনুযায়ী, উচ্চবিত্তের আয় নিয়ন্ত্রণ করা হয়, মধ্যবিত্তের আয় বাড়ানো হয়, এবং নিম্নবিত্তের উন্নয়নে নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ। আর এ কারণেই চীন সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত হতে পেরেছে।

বিশেষজ্ঞ বলেন, এ ছাড়াও, চীনের শিক্ষার মান অনেক উন্নত হয়েছে। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ৯৬.৭ লাখের বেশি। চীনের অভিজ্ঞতা বিশ্বের জন্য মূল্যবান।

তিনি আরও বলেন, চীন ৫ হাজার বছরের প্রাচীন রাষ্ট্র। চীন শান্তি ও উন্নয়ন ভালবাসে। সিপিসি’র সদস্যরা দেশের সাধারণ নাগরিক। তাঁরা শ্রমিক ও কৃষকদেরকে প্রতিনিধিত্ব করেন। সেজন্য চীন জনগণের স্বার্থকে সবকিছুর ওপর স্থান দিয়ে থাকে।  (ছাই/আলিম/ওয়াং হাইমান)