যুক্তরাষ্ট্রে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত
2021-12-02 16:58:36

 

ডিসেম্বর ২: যুক্তরাষ্ট্রে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র গতকাল (বুধবার) এ তথ্য জানায়।

কেন্দ্র থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এক ব্যক্তি গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো ফিরে আসেন। তার লক্ষণগুলো হালকা এবং তার অবস্থার  উন্নতি ঘটছে। তাকে কোয়ারিন্টিনে রাখা হয়েছে। তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগকারী কেউ এখন পর্যন্ত সংক্রমিত হননি।

এদিকে, সান ফ্রান্সিসকোর স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, গত ২৯ নভেম্বর উক্ত ব্যক্তির শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। তিনি মোডের্নার দুই ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন; তবে বুস্টার ডোজ নেননি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গতকাল (বুধবার) বলেন, রাজ্যের ভাইরাস শনাক্তকরণ ও পর্যবেক্ষণ ব্যবস্থা ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করতে সাহায্য করেছে। এই ভ্যারিয়েন্ট দেশের অন্যান্য রাজ্যেও থাকতে পারে। তিনি সবাইকে আতঙ্কিত না-হতে এবং সতর্ক থাকতে আহ্বান জানান। (ওয়াং হাইমান/আলিম/ছাই)