সিনচিয়াংয়ে জোরপূর্বক শ্রম আদায়ের খবর একটি বড় মিথ্যা: চীনা মুখপাত্র
2021-12-02 19:06:20

ডিসেম্বর ২: সিনচিয়াংয়ে জোরপূর্বক শ্রম আদায়ের খবর একটি বড় মিথ্যা। সিনচিয়াংয়ের জনগণ সুখী জীবন উপভোগ করছেন। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন।

মুখপাত্র বলেন, সিনচিয়াংয়ে জোরপূর্বক শ্রম আদায়ের মিথ্যা খবর প্রচার করার আসল উদ্দেশ্য, মানবাধিকারের অজুহাতে চীনকে দাবিয়ে রাখা। কোনো কোনো মার্কিন রাজনীতিবিদ এ অপকর্মটি করছেন। এটি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে সুস্পষ্ট হস্তক্ষেপ এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইন নষ্ট করার ব্যর্থ প্রয়াস।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে ৫ লাখ শিশু শ্রমিক  রয়েছে। দেশটিতে ২.৪ থেকে ৩.২৫ লাখ নারী ও শিশু যৌনদাসত্বের শিকার। গত ৫ বছরে যুক্তরাষ্ট্রে ৫ লাখ মানুষ পাচারের শিকার হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। (ইয়াং/আলিম/ছাই)

সিনচিয়াংয়ে জোরপূর্বক শ্রম আদায়ের খবর একটি বড় মিথ্যা: চীনা মুখপাত্র_fororder_1202-5