চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের মন্ত্রী পর্যায়ের সম্মেলন ফলপ্রসূ হয়েছে: চীনা মুখপাত্র
2021-12-02 13:55:29

ডিসেম্বর ২: চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ফলপ্রসূ হয়েছে। এ সম্মেলনে দ্বিপক্ষীয় সম্পর্কের উচ্চ মান প্রতিফলিত হয়েছে এবং যৌথভাবে অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগ ভাগাভাগির দৃঢ় সংকল্প প্রকাশিত হয়েছে। গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, চীন-আফ্রিকা সম্পর্কের আরও উন্নয়নের নতুন রূপরেখা ইতোমধ্যেই প্রণীত হয়েছে। প্রতিশ্রুতি পূরণ হচ্ছে আফ্রিকার সঙ্গে চীনের সহযোগিতার স্পষ্ট বৈশিষ্ট্য।

মুখপাত্র আরও বলেন, চীন আফ্রিকান দেশগুলোর সঙ্গে, বন্ধুত্বপূর্ণ সহযোগিতার চেতনার ভিত্তিতে, নতুন যুগে যৌথভাবে চীন-আফ্রিকা অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করবে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে অবদান রাখবে। (লিলি/আলিম/শুয়ে)