লিনফেন ‘লাল ফিতা’ স্কুলের শিক্ষার্থীদের জন্য ফেং লি ইউয়ানের শুভেচ্ছাবার্তা
2021-12-01 19:03:29

লিনফেন ‘লাল ফিতা’ স্কুলের শিক্ষার্থীদের জন্য ফেং লি ইউয়ানের শুভেচ্ছাবার্তা_fororder_1201-3.JPG

ডিসেম্বর ১: ৩৪তম ‘বিশ্ব এইডস দিবস’ উপলক্ষ্যে, চীনের শানসি প্রদেশের লিনফেন ‘লাল ফিতা’ স্কুলের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও-বার্তা পাঠিয়েছেন চীনের ফার্স্ট লেডি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র যক্ষ্মা ও এইডস প্রতিরোধবিষয়ক বিশেষ দূত মাদাম ফেং লি ইউয়ান। ঠিক ১০ বছর আগে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল।

বার্তায় মাদাম ফেং লি ইউয়ান বিগত ১০ বছর ধরে স্কুলের  ছাত্রছাত্রীদের সাথে তার যোগাযোগের স্মৃতি স্মরণ করেন। তিনি  তাদেরকে ইতিবাচক মানসিকতা নিয়ে বড় হতে উত্সাহ দেন।

উল্লেখ্য, লিনফেন লাল ফিতা স্কুল হলো চীনে এইডসে আক্রান্ত শিশুদের চিকিত্সা ও শিক্ষাকেন্দ্র। এইডসে আক্রান্ত মায়েদের থেকে শিশুদের মধ্যে রোগ সংক্রমণ কমিয়ে আনতেও এই কেন্দ্র কাজ করে। (ইয়াং/আলিম/ছাই)