ইরানের পরমাণু চুক্তির বৈঠকে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে একমত সব পক্ষ
2021-12-01 11:04:14

ডিসেম্বর ১: গতকাল (মঙ্গলবার) ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের পরমাণু চুক্তি আলোচনার শীর্ষপ্রতিনিধি মোহাম্মদ হোসেইন বাঘেরি জানান যে, ভিয়েনায় আয়োজিত নতুন দফা আলোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলো ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একমত হয়েছে।

 

ইরানের জাতীয় টেলিভিশন সূত্রে জানা গেছে, বাঘেরির পরিচয় থেকে বোঝা যায়, প্রথম দিনের বৈঠক গঠনমূলক ও ইতিবাচক হয়েছে। ইরানের প্রতি অন্যায় ও অবৈধ শাস্তি দূর করা তেহরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এ বিষয়ে মতৈক্য হয়েছে।

 

তিনি আরও বলেন, ইরানের ওপর ফের মার্কিন শাস্তি আরোপ বন্ধ করা এবং ট্রাম্প সরকারের মতো ইরানের পরমাণু চুক্তি থেকে অন্যদের বেরিয়ে যাওয়া প্রতিরোধের বিষয়ে তেহরানের মতামত ব্যাপক সমর্থন পেয়েছে। ইউরোপীয় প্রতিনিধিরা তাদের ভাষণে বলেন, বর্তমান সমস্যার মূল কারণ ইরানের পরমাণু চুক্তি থেকে ওয়াশিংটনের প্রত্যাহার। তাই এ চুক্তি পুনরুদ্ধারে সবার আগে ওয়াশিংটনের পদক্ষেপ নেওয়া উচিত।

 

উল্লেখ্য, ২০১৫ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির সঙ্গে সার্বিক পরমাণু চুক্তি স্বাক্ষর করে ইরান। ২০১৮ সালের মে মাসে মার্কিন সরকার এ চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইরানের বিরুদ্ধে ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে। ২০১৯ সালের মে মাস থেকে ধাপে ধাপে পরমাণু চুক্তির কিছু নিয়ম পালন বন্ধ করে দেয় ইরান।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)