মানবাধিকার ইস্যুতে লিথুয়ানিয়ার আচরণ লজ্জাজনক
2021-12-01 11:05:15

ডিসেম্বর ১: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, মানবাধিকার ইস্যুতে লিথুয়ানিয়ার আচরণ লজ্জাজনক। দেশটি ইউরোপের মানবাধিকার চুক্তি ও আন্তর্জাতিক মানবাধিকারের সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘন করেছে। এ বিষয়ে দেশটিকে আন্তর্জাতিক সমাজের কাছে জবাব দিতে হবে।

সম্প্রতি বেলারুশ রাষ্ট্রীয় সীমান্ত কমিটি দু’জন শরণার্থীর লাশ খুঁজে পায়। লাশ দুটি লিথুয়ানিয়া থেকে টেনে আনা হয়েছে। লিথুয়ানিয়ার সীমান্ত পুলিশ শরণার্থীদের হত্যা করেছে বলে অভিযোগ করেছে বেলারুশ। আরেকটি খবর থেকে জানা গেছে, লিথুয়ানিয়া সরকার সাত মাসের গর্ভবতী নারী শরণার্থীকে বেলারুশ সীমান্ত এলাকার তৃণভূমিতে টেনে নিয়ে গেছে।

সংশ্লিষ্ট বিষয়ে চীনা মুখপাত্র চাও বলেন, শরণার্থীদের সঙ্গে এমন আচরণ দুঃখজনক। সংশ্লিষ্ট গণমাধ্যম সূত্র জানায়, লিথুয়ানিয়ার কারাগারে বন্দীদের ওপর অত্যাচার করা হচ্ছে। লিথুয়ানিয়ার ইতিহাসে ইহুদিদের গণহত্যাও করা হয়েছে, বর্তমানে দেশটিতে বর্ণবাদ গুরুতর হয়েছে, ইহুদিসহ বিভিন্ন জাতিও গুরুতর বৈষম্যের শিকার হয়েছে। আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে দেখা গেছে, লিথুয়ানিয়া শিশু অধিকারও গুরুতরভাবে লঙ্ঘন করেছে।(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)