‘চীনকে বোঝা’নামক আন্তর্জাতিক সম্মেলন শুরু
2021-12-01 20:43:35

‘চীনকে বোঝা’নামক  আন্তর্জাতিক সম্মেলন শুরু_fororder_微信图片_20211201204204

ডিসেম্বর ১: 'বিশ্বের শত বছরের পরিবর্তন এবং চীন ও চীনা কমিউনিস্ট পার্টি' প্রতিপাদ্যকে সামনে রেখে ‘চীনকে বোঝা’নামক  আন্তর্জাতিক সম্মেলন কুয়াংচোওতে শুরু হয়েছে পয়লা ডিসেম্বর; চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

সম্মেলনের আয়োজকদের একটি চীনের জাতীয় নব্যতাপ্রবর্তন ও উন্নয়ন কৌশল গবেষণালয়ের উপ পরিচালক ও  চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিদ্যালয়ের সাবেক উপ-পরিচালক মাদাম স্যু ওয়েই স্যিন আজ (বুধবার) সম্মেলনে বলেন, চীন ইতিহাসে কখনো আক্রমণাত্মক যুদ্ধ করেনি; আগের চীন করেনি, ভবিষ্যতের চীনও অবশ্যই করবে না। চীনা কমিউনিস্ট পার্টির লক্ষ্য হলো, চীনা জনগণের জন্য আরো সুন্দর জীবন গড়ে তোলা এবং আরো শক্তিশালী চীনা জাতি গড়ে তোলা।

‘চীনকে বোঝা’নামক  আন্তর্জাতিক সম্মেলন শুরু_fororder_微信图片_20211201204209

তিনি বলেন, সংস্কার ও উন্মুক্তকরণ নীতি বাস্তবায়নের কয়েক দশকে আমরা বিরাট সাফল্য অর্জন করেছি এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তায় পরিণত হয়েছি। আমাদের সংকল্প কখনো পরিবর্তন হবে না এবং কর্মসূচীও পরিবর্তন হবে না। আমাদের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনায় আগামী ৩০ বছরের কর্মসূচী নির্ধারিত হয়েছে। আমরা একটি আরো সমৃদ্ধ, গণতান্ত্রিক, সভ্য, সম্প্রীতিময় ও সুন্দর চীন গড়ে তুলবো। আমাদের এ কর্মসূচী বাস্তবায়নের আত্মবিশ্বাস আছে। (ছাই/আলিম)