পর্যটন নিষেধাজ্ঞা দিয়ে ওমিক্রনের সংক্রমণ এড়ানো যাবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
2021-12-01 11:20:29

ডিসেম্বর ১: গতকাল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা—হু  বলেছে, সার্বিক পর্যটন নিষেধাজ্ঞা দিয়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের আন্তর্জাতিক সংক্রমণ এড়ানো যাবে না। শুধু মানুষের জীবন-জীবিকার ওপর চাপ পড়বে এবং বিশ্বে মহামারী প্রতিরোধের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

 

এক বিবৃতিতে হু জানায়, গত ২৬ নভেম্বর সংস্থাটি ‘ওমিক্রন উদ্বেগের’ কথা জানায়। এরপর অনেক আফ্রিকান দেশ এবং কিছু ওমিক্রন ভাইরাস খুঁজে পাওয়া দেশে পর্যটকদের প্রবেশ বন্ধসহ অস্থায়ী পর্যটন নিষেধাজ্ঞা দেওয়া হয়।

 

এদিন হু’র মহাপরিচালক তেদ্রোস আদহানম বলেন, মহামারী প্রতিরোধের জন্য কিছু দেশ ভিত্তিহীন বা অকার্যকর ব্যবস্থা নিচ্ছে। এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে। বিভিন্ন দেশের উচিত ‘আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি’ অনুযায়ী, ন্যায়সঙ্গত ও উপযুক্তভাবে সংকট কমানোর ব্যবস্থা নেওয়া।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)